শ্রীলেখা; সঙ্গে কে? Sreelekha Mitra: উত্তরাখণ্ডের ঝর্ণায় মন্দাকিনী হয়ে গেলেন

১৯৮৫ মুক্তি পেয়েছিল 'রাম তেরি গঙ্গা মেইলি'। সেই ছবিতে স্বচ্ছ শাড়িতে স্নান করা অভিনেত্রী মন্দাকিনীর গানের দৃশ্য আগুন ধরিয়েছিল পুরুষমনে।

Sep 19, 2023 - 21:18
 0  10
শ্রীলেখা; সঙ্গে কে? Sreelekha Mitra: উত্তরাখণ্ডের ঝর্ণায় মন্দাকিনী হয়ে গেলেন

১৯৮৫ মুক্তি পেয়েছিল 'রাম তেরি গঙ্গা মেইলি'। সেই ছবিতে স্বচ্ছ শাড়িতে স্নান করা অভিনেত্রী মন্দাকিনীর গানের দৃশ্য আগুন ধরিয়েছিল পুরুষমনে। আইকনিক হয়ে উঠেছিলেন মন্দাকিনী। সে সময় এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে পারতেন খুব কম অভিনেত্রীরাই। অনেকটা সেই ধরনের ঝর্ণার নীচেই স্নান করলেন শ্রীলেখা।

ট্রলিব্যাগ গুছিয়ে একটি জরুরি কাজে দিন কয়েক আগে দিল্লি গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে কাজ মিটিয়ে একান্ত ভ্রমণে (পড়ুন সোলো ট্রিপে) উত্তরাখণ্ডের দিকে রওনা দিয়েছিলেন শ্রীলেখা। শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে নির্জন আবহাওয়ায় কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে চেয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত পোস্ট করে গিয়েছেন তাঁর সোলো ট্রিপের নানা মুহূর্তের ছবি এবং ভিডিয়ো। প্রত্যেক মুহূর্তের ঘটনা শেয়ার করেছেন তিনি। তারপর এল সেই ভিডিয়ো, যা দেখে অনায়াসেই শ্রীলেখার সঙ্গে তুলনা করা যেতে পারে ‘রাম তেরি গঙ্গা মেইলি’র মন্দাকিনীর সঙ্গে।

১৯৮৫ মুক্তি পেয়েছিল ‘রাম তেরি গঙ্গা মেইলি’। সেই ছবিতে স্বচ্ছ শাড়িতে (পড়ুন সি থ্রু) স্নান করা অভিনেত্রী মন্দাকিনীর গানের দৃশ্য আগুন ধরিয়েছিল পুরুষমনে। আইকনিক হয়ে উঠেছিলেন মন্দাকিনী। সে সময় এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে পারতেন খুব কম অভিনেত্রীরাই। অনেকটা সেই ধরনের ঝর্ণার নীচেই স্নান করলেন শ্রীলেখা। সবকটি ভিডিয়োই পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “মন্দাকিনী না শ্রীলেখা। এখানে উঠতে আমার পা খুলে এসেছিল হাতে। কিন্তু শেষমেশ… উফ, দারুণ। আমার সোলো ট্রিপের ফটোগ্রাফার এয়ার বিএনবির ছেলেটি। না মানে কারওর যদি সন্দেহ হয়, তাই আর কী!”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Admin Hello, I have been doing blogging for more than 7 years. Currently, I am sharing this experience with you on this website.